অস্কারের জন্য মনোনীত ‘নাটু নাটু’

অস্কারের জন্য মনোনীত ‘নাটু নাটু’

এস এস রাজামৌলি পরিচালিত দক্ষিণের জনপ্রিয় সিনেমা ‘আরআরআর’। মুক্তির পর থেকেই দর্শক জনপ্রিয়তায় ছবিটি। ইতোমধ্যে নিজ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও প্রশংসা কুড়িয়েছে ছবিটি। সম্প্রতি অস্কারের জন্য মনোনীত হয়েছে এই ছবির ‘নাটু নাটু’ গানটি।

অস্কারে সেরা মৌলিক গানের জন্য মনোনীত করা হয়েছে তেলেগু ভাষার ব্যাপক জনপ্রিয় চলচ্চিত্র ‘আরআরআর’র এই গানটি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) মনোনয়ন উপস্থাপনায় হোস্ট রিজ আহমেদ এবং অ্যালিসন উইলিয়ামস এই খবর ঘোষণা করেন। আগামী ১২ মার্চ লস অ্যাঞ্জেলেসে বসবে অস্কারের এবারের আসর।

এর আগে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছে গানটি। সমালোচকদের কাছে সেরা গানের আখ্যা পেয়েছে এই গানটি।

গত বছর অস্কারের জন্য ছবিটি নিয়ে ব্যাপক প্রচারণা চালায় এর নির্মাতা এস এস রাজামৌলি। সেরা ছবি, সেরা পরিচালক এবং সেরা চিত্রনাট্যসহ মোট ১৪টি বিভাগে মনোনয়নের জন্য ছবিটি জমা দেন এই নির্মাতা।

প্রসঙ্গত, কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘আরআরআর’। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। ছবিটি প্রযোজনা করেছে ডিভিভি নায়া। ৪৫০ কোটি রুপি বাজেটের ছবিটি বক্স অফিসে আয় করেছে ১২০০ কোটি রুপিরও বেশি।