অবরোধকে কেন্দ্র করে নাশকতার শঙ্কা পুলিশের

অবরোধকে কেন্দ্র করে নাশকতার শঙ্কা পুলিশের

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির সময় নাশকতার শঙ্কা রয়েছে বলে মনে করছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, সব বিষয় মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি।

সোমবার (৩০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

খ. মহিদ উদ্দিন বলেন, সুনির্দিষ্ট কোনও তথ্য নেই, তবে নাশকতা যে করবে সমসাময়িক কর্মকাণ্ড তাই ইঙ্গিত দিচ্ছে। কারণ নাশকতার বিষয়ে যে তাদের অ্যাটিচিউড, সেটা আসলেই বলা যায় অবিশ্বাস্য রকমের। কাজেই সেই শঙ্কা তো আমাদের আছেই। নিরাপত্তা পরিকল্পনা আমাদের সেভাবেই আছে।

নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা সবাই আইনের প্রতি যেমন শ্রদ্ধাশীল থাকেবেন, তেমনি দায়িত্বের জায়গা থেকে সবাইকে অনুরোধ করি, সবাই যেন খেয়াল রাখেন। নিজ নিজ এলাকায় নাশকতার চেষ্টা হচ্ছে কিনা, কারা নাশকতা করছে সেব্যাপারে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন।