লন্ডন মাতালেন কণা-ইমরান

লন্ডন মাতালেন কণা-ইমরান

লন্ডনের ‘দ্য লন্ডন রয়েল রিজেন্সী’তে কণা ও ইমরান এই প্রথম নিজেদের মিউজিসিয়ান’সহ সঙ্গীত পরিবেশন করেছেন। লন্ডনে এবারই প্রথম তারা দু’জন একসঙ্গে একই স্টেজে সঙ্গীত পরিবেশন করেছেন। তাদের সাথে মিউজিসিয়ান হিসেবে ছিলেন বেজ গীটারে রাজা, কী-বোর্ডে রাজীব, ড্রামসে মিঠু ও লিড গীটারে জিতু।

কণা ও ইমরান এককভাবে নিজেদের আলোচিত গানগুলো পরিবেশনা করার পাশাপাশি কণা ও ইমরান যখন একসঙ্গে মঞ্চে ‘দিল দিল দিল’,‘ ‘অনেক সাধনার পরে আমি’ ও ‘ওহে শ্যাম’ গানগুলো পরিবেশনা করেন তখন দর্শকের মধ্যে তাদের পরিবেশনাকে ঘিরে উচ্ছাস ছড়িয়ে পরে।

লন্ডনের সফল স্টেজ শো নিয়ে কণা বলেন, ‘লন্ডনে ইমরান এবং আমার প্রথম স্টেজ শো এক কথায় দারুণ হয়েছে। এটি একটি টিকেট শো ছিল। দু’মাস আগে থেকেই এই অনুষ্ঠানের বিষয়ে বেশ প্রচারণা হয়েছে। যে কারণে শো ছিল হাউজফুল। আর শো খুব ভালো হবার কারণও অবশ্য আমরা আমাদের সমন্বিত মিউজিসিয়ান চারজনকে নিয়ে যেতে পেরেছিলাম। সত্যি বলতে কী নিজেদের মিউিজিসয়ান থাকলে পারফর্ম্যান্সও অনেক ভালো হয়। লন্ডনের শ্রোতা দর্শকের প্রতি আন্তরিক ভালোবাসা। আর আগামীতেও মিউজিসিয়ান নিয়ে দেশের বাইরে শোতে অংশগ্রহণ করার এই ধারাবাহিকতা বজায় থাকবে।

‘ইমরান মাহমুদুল বলেন, ‘আমাদের লন্ডনে ছিল একটি সফল শো, এককথায় যেটা বলা যেতে পারে একটি ফ্যান্টাস্টিক শো। আমার এবং কণা আপুর নতুন গান পুরোনো গান যে এতো জনপ্রিয় তা সেখানে গিয়ে উপলদ্ধি করেছি। দর্শকও আমাদের পারফর্ম্যান্স বেশ উপভোগ করেছেন। আমরা বুঝতেই পারিনি যে দেশের বাইরে শো করছি। নিরাপত্তা ছিল জোরালো এবং একটি পরিপাটি অনুষ্ঠান ছিল।’ কণা ইমরান জানান মার্চ মাসের মাঝামাঝিতে তারা দু’জন অস্ট্রেলিয়া যাচ্ছেন আরেকটি শো’তে।