ভারতে বাসে আগুন, শিশুসহ ২৫ জনের প্রাণহানি

ভারতে বাসে আগুন, শিশুসহ ২৫ জনের প্রাণহানি

ভারতের মহারাষ্ট্রে চলন্ত বাসে আগুন লেগে ২৫ জনের প্রাণহানি হয়েছে। নিহতের মধ্যে তিনজন শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আট যাত্রী।

শনিবার (১ জুলাই) সকালে রাজ্যের বুলধানায় সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

বাসটি ৩৩ জন যাত্রী নিয়ে পুনে যাচ্ছিল। নিহত ২৫ জনের মধ্যে তিন শিশু রয়েছে। বাসের চালকসহ গুরুত্বর আহত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছেন। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, এক্সপ্রেসওয়ের একটি খুঁটিতে ধাক্কা খেয়ে বাসটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। ঘটনায় বেঁচে যাওয়া বাসের চালক বলেছেন, বাসটির একটি টায়ার ফেটে খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।

বুলধানার পুলিশ সুপার সুনীল কাদাসানে জানিয়েছেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। নিহতদের শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।