বানারীপাড়ায় বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস-নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

বানারীপাড়ায় বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস-নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥

বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস,নৈরাজ্য,পুলিশসহ সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা প্রমুখ বক্তৃতা করেন।

পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বন্দর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় দলীয় কার্যালয়ে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু বক্তৃতা করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সহ-সভাপতি ও চাখার ইউপির সাবেক চেয়ারম্যান খিজির সরদার,সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা,সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আ.জলিল ঘরামী,সহ-সভাপতি  এটিএম মোস্তফা সরদার,সহ-সভাপতি ও চাখার ইউপির চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, সহ-সভাপতি আ. সালাম মাষ্টার, সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,কোষাধ্যক্ষ ও বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত,সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা,সাবেক চেয়ারম্যান আ.মন্নান মৃধা,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন, ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল,সদস্য আবুল কালাম বালী,শাহাদাৎ হোসেন রানা,মাহাতাব উদ্দিন ফকির ও জুয়েল ফকির, পৌর আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন মোল্লা,সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহজাহান হাওলাদার,সাধারণ সম্পাদক মীর সুলতান হোসেন, পৌর শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচএম হাফিজুর রহমান মামুন, সাধারণ সম্পাদক সুলতান সিকদার, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা,উপজেলা যুবলীগ নেতা মুন্তাকিম লস্কর কায়েস,মহসিন রেজা,মাসুম বিল্লাহ,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লা,সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার,সহ-সভাপতি মমিনুল কবির মিঠুন,সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ,পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল,সাধারণ সম্পাদক সজল চৌধুরী, ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী, ফজলে রাব্বী,ইয়ার হোসেন, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবিনা আক্তার,সাধারণ সম্পাদক লিমা আক্তার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ।