বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন র‌্যাবের হাতে গ্রেফতার

বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন র‌্যাবের হাতে গ্রেফতার

  বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন র‌্যাবের হাতে গ্রেফতার। র‌্যাব-৮, সিপিএসসি এবং র‌্যাব-১০, সদর কোম্পানী এর যৌথ অভিযানে ঢাকা মহানগরের দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ বাসস্ট্যান্ড এলাকা হতে বরিশাল মহানগরীর বিমানবন্দর থানার রাষ্ট্র বিরোধী ও নাশকতা মামলার অন্যতম প্রধান আসামী বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনকে গ্রেফতার করা হয়েছে। 

র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র‌্যাব-১০, সদর কোম্পানী এর একটি যৌথ আভিযানিক দল মেজর মোঃ জাহাঙ্গীর আলম, ডিডি মোঃ রবিউল ইসলাম (র‌্যাব-৮) এবং ডিডি আমিনুল, এএসপি সোহেল (র‌্যাব-১০) এর নেতৃত্বে ১৮ নভেম্বর ২০২৩ ইং তারিখ আনুমানিক ১৬ঃ২০ ঘটিকার সময় ঢাকা মহানগরের দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ বাস ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে বরিশাল মহানগরের বিমানবন্দর থানার রাষ্ট্র বিরোধী ও নাশকতা মামলার অন্যতম প্রধান আসামী ১। সবুজ আকন(৩৫) গ্রেফতার করা হয়েছে। 

 ঘটনার বিবরণে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী সবুজ আকন (৩৫)সহ অন্যান্য ৬০/৭০জন অজ্ঞাতনামা আসামীরা গত ৩১-১০-২০২৩ হতে ০২-১০-২০২৩ ইং তারিখ পর্যন্ত ‘বিএনপি’ ও ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ’ এর ডাকা ৭২ ঘন্টার অবরোধের সমর্থনে গত ০২-১১-২০২৩ ইং তারিখে সকাল আনুমানিক ১০:১০ ঘটিকায় বরিশাল জেলার এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ব্রীজের দক্ষিণ দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে পাকা রাস্থার উপর রাষ্ট্র বিরোধী স্লোগান দিয়ে রাস্থায় গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে অগ্নি সংযোগ করে। ঢাকা-বরিশাল সহাসড়কের যান চলাচল বন্ধ করে দেয় এবং বেআইনী জনতাবদ্ধে লাঠি-সোঠা হাতে নিয়ে বিভিন্ন রাষ্ট্র বিরোধী স্নোগান দিয়ে মহাসড়কে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গাড়ি ভাংচুর করে ক্ষতি সাধন করে যাত্রীদের ভয়ভীতি প্রদর্শন ও জনমনে আতংকের সৃষ্টি করে। এছাড়াও, গ্রেফতারকৃত আসামী সবুজ আকনের নেতৃত্বে বরিশাল জেলার বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতা সংঘঠিত হয়েছে বলে জানা যায়। 

র‌্যাব-৮, সিপিএসসি, কোম্পানী কর্তৃক ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে র‌্যাব-১০, সদর কোম্পানী এর সহায়তায় উক্ত আসামীকে গ্রেফতার করা হয়।

উল্লেখিত ঘটনায় বরিশাল মহানগরের বিমানবন্দর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার বাদী হয়ে ‘স্পেশাল পাওয়ার এ্যাক্ট-১৯৭৪’ এর ধারা-১৫(৩) অনুযায়ী একটি রাষ্ট্র বিরোধী ও নাশকতা মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ-৩১/১০/২০২৩ ইং।