পিরোজপুরে ৭ শতাধিক অসহায় মানুষকে জেলা পরিষদের শীতবস্ত্র সহায়তা
                                পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে জেলা পরিষদ। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গনে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানসহ সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় সাত শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা পরিষদ।
বিতরণ শেষে চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি বলেন, জেলা পরিষদ মানুষের সেবায় সবসময় পাশে থেকে কাজ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত পরিকল্পনা বাস্তবায়নে আমরা সর্বদা বদ্ধপরিকর। আগামী দিনেও আমরা জেলা পরিষদের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকতে চাই।
                        

                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
