পটুয়াখালী-১ আসনে মনোনয়ন দাখিলের পর মির্জাগঞ্জ মাজার যিয়ারত জাতীয় পার্টির কো-চেয়ারম্যান'র

পটুয়াখালী-১ আসনে মনোনয়ন দাখিলের পর মির্জাগঞ্জ মাজার যিয়ারত জাতীয় পার্টির কো-চেয়ারম্যান'র

নিজস্ব সংবাদদাতাঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে মরহুম হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (র) এর মাজার জিয়ারত করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার। 

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে মাজার জিয়ারতের সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ ড. মো. আবদুর রহমান, সাধারণ সম্পাদক মো. রাসেল হাওলাদার ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জোমাদ্দারসহ দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এবিএম রুহুল আমিন হাওলাদার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি) জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল প্রতীক) প্রার্থী। জানা যায়, তিনি মাজার জিয়ারতের পর নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। উল্লেখ্য, তিনি ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মহাজোট থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।