গৌরনদীতে নিজের তৈরি ইদুঁর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
বরিশালের গৌরনদীতে নিজের তৈরি ইদুর মারার ফঁাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কবির হাওলাদার (৫২) নামে এক কৃষক (বোরো চাষি) ঘটনাস্থলেই মারা গেছে। শনিবার রাত পৌণে ৮টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে (ববির) ওই গ্রামের মৃত ইয়াসিন হাওলাদারের ছেলে।
মারা যাওয়া কবিরের সহোদর ছোট ভাই কালাম হাওলাদার জানান, তার বড় ভাই চার সন্তানের জনক কবির হাওলাদারের বাড়ির পাশে তার (কবির) রোপিত ৪০ শতাংশ জমির ইরি-বোরো ধান ক্ষেতে ইদুঁরের উপদ্রব দেখা দেয়। প্রতি রাতে ইদুঁরে কবিরের বোরো ধান ক্ষেতের ধানের গাছ কেটে ফেলছে। তাই ইদুঁর মারার জন্য কবির তার বসত ঘর থেকে বৈদ্যুতিক তার দিয়ে লাইন নিয়ে শনিবার সন্ধ্যা ৭টার দিকে বোরো ধান ক্ষেতে ইদুঁর মারার বৈদ্যুতিক ফঁাদ পাতেন। রাত সাড়ে ৭টার দিকে ইদুঁর মারার বৈদ্যুতিক ফঁাদে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। এ সময় বৈদ্যুতিক তারের লাইন চেক করার সময় রাত পৌণে ৮টার দিকে অসাবধানতাবশত ইদুঁর মারার বৈদ্যুতিক ফঁাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোরো চাষি (কৃষক) কবির হাওলাদার ঘটনাস্থলেই মারা যায়। রাত ৮টার দিকে বোর ধান ক্ষেত থেকে কবিরের লাশ উদ্ধার করে বাড়িতে আনা হয়।
গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, খবর পেয়ে থানার এসআই মো. কামাল হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া কৃষক কবির হাওলাদারের লাশ দাফনের জন্য স্বজনদের অনুমতি দেওয়া হয়েছে।