কালকিনিতে মসজিদে নামাজে আদায়ে বাঁধা প্রদানের অভিযোগ

কালকিনিতে মসজিদে নামাজে আদায়ে বাঁধা প্রদানের অভিযোগ

 

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে মসজিদে নামাজ আদায়ে বাঁধা ও মুসল্লীদের

ভয়ভীতি দেখানোর অভিযোগ স্থানীয় এক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে।

গত শুক্রবার (২৪মে) উপজেলার পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের লক্ষ্মীপুর পখীরা গ্রামের নেদারল্যান্ড প্রবাসী বদরুজা নাসরিন বেবীর ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত মসজিদ ই-বদর জামে মসজিদে এই ঘটনা ঘটে। 

মসজিদের প্রতিষ্ঠাতা প্রবাসী বদরুজা নাসরিন অভিযোগ করে বলেন, আমি দীর্ঘ্যদিন ধরে প্রবাসে থাকি, সেখান থেকে এলাকার মানুষের সেবা করার ইদ্যেশে যাতে এলাকায় গরীব মানুষের জন্য সার্বিক উন্নয়নের লক্ষে এলাকায় বিভিন্ন সেবামূলক ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করি।

তিনি আরও বলেন, আমি গত শুক্রবার (২৪ মে) নেদারল্যান্ড থেকে দেশে এসে জানতে পারি যে, কালকিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের সুরুজ কমিশনার তার লোকজন দিয়ে এলাকার মুসুল্লিদের বদর মসজিদে আসতে নিষেধ করেছেন এবং যারা নিয়মিত নামাজ আদায় করতে আসতেন তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছেন এতে করে মুসুল্লিরা কমিশনারের ভয়ে মসজিদে নামাজ আদায় করতে আর আসে না। যেখানে অন্যান্য সময় ৩০ থেকে ৩৫ জন মুসল্লী নিয়মিত নামাজ আদায় করতো, কমিশন ও তার দলবলের ভয়ভীতির কারনে ৫ থেকে ৬জন মুসল্লী নামাজ পড়তে আসেন।

মসজিদ কমেটির সহসভাপতি দাদন হাওলাদার বলেন, সুরুজ কমিশনের চাচাতো ভাই মৃত হরজু সরদারের ছেলে

 রিয়াদ সরদার বাড়িতে এসে মসজিদে যেতে নিষেধ করেছে। আমরা গরিব মানুষ দিন মজুরী করে খাই তাদের কথা আমাদের শুনতে হয়। এলাকার অনেক মানুষকেই নিষেধ করেছে মসজিদে আসতে। 

এছাড়াও পরিচয় গোপন রাখার শর্তে কয়েক জন মুসল্লী বলেন, কমিশনার দক্ষিণ দিকের কোন মানুষকে বদর মসজিদে নামাজ আদায় করতে নিষেধ করছেন। ধারেকাছে কোন জুম্মা মসজিদ না থাকায় আমরা এই গরমের মধ্যে এক কিলোমিটার দূরে গিয়ে নামাজ পড়তে হয়। এতে আমাদের ভোগান্তি বেড়েছে।

এবিষয়ে সুরুজ কমিশনারের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন করেননি।