আগৈলঝাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আগৈলঝাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বি এম মনির হোসেনঃ-

শিক্ষা নিয়ে গড়বো দেশ-শেখ হাসিনার বাংলাদেশ,শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো এই স্লোগান দিয়ে শুরু হয় র‍্যালী, বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়, সেরাল মাধ্যমিক বিদ্যালয়, বাশাইল মাধ্যমিক বিদ্যালয় সহ সকল বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি’র সদস্যের দের নিয়ে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয় চত্তরে গিয়ে শেষ হয়। পরে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুলীল কুমার বাড়ৈ,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র সদস্যে, শিক্ষক, শিক্ষার্থী,প্রমুখ। অপর দিকে সেরাল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটি’র সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র সদস্যে, শিক্ষক, শিক্ষার্থী,প্রমুখ। এছাড়াও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক মিয়ার সভাপতিত্বে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, দৈনিক বাংলাদেশের আলো ও দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেন, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি শফিকুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র সদস্যে, শিক্ষক, শিক্ষার্থী, ৪নং ওয়াড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার মোঃ হাবুল ঘরামীসহ অনেকে।